22 November 2023 Top Current Affairs in Bengali
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 22-11-2023
প্রিয় শিক্ষার্থী ,
আজকে তোমাদের সাথে শেয়ার করলাম 22শে নভেম্বর ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স , যেগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ । তাই দেরি না করে শুরু করা যাক ।
1. বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় 21 শে নভেম্বর; এবছরের থিম হলো-'Accessibility'
2. আর্জেন্টিনার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Javier Milei
3. Women-Led Startups তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরু; দ্বিতীয় স্থানে মুম্বাই এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ দিল্লি
4. OpenAI কোম্পানির অন্তর্বরতীকালীন। CEO পদে Murati পদে নিযুক্ত হ হলেন Mira
5. 2023 ক্রিকেট বিশ্বকাপে "Player of the of the Tournament" শিরোপা পেলেন বিরাট কোহলি
6. 2023 ক্রিকেট বিশ্বকাপে ‘Man Travis Head of the Match' হলেন অস্ট্রেলিয়ার
7. 'M51.3' নামে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো ফ্রান্স ম লং রেও
৪. 2024 সালেও চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা বর্ধিত করতে চলেছে ভারত
9. Annual UN Forum 2023 শুরু হলো নিউ দিল্লিতে
10. কেমব্রিজ ডিকশনারির দ্বারা Word of the Year 2023 হিসাবে নির্বাচিত হলো "Hallucinate"
** প্রত্যেকদিন এভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন - https://bsaeuguideline.blogspot.com
READ MORE ≫